বিশ্ব জুনিয়র দাবায়  রেটিং বাড়ালো আর্শিয়া


newsagartala24.com Images

আগরতলা, Jun 13, 2024, ওয়েব ডেস্ক থেকে


দুরন্ত ফলাফল করলো বিস্ময় বালিকা দাবাড়ু আর্শিয়া দাস। শেষ হলো বিশ্ব জুনিয়র (‌অনূর্ধ্ব-‌১৪)‌ বালিকাদের দাবা প্রতিযোগিতা। গুজরাটের গান্ধীনগরে বৃহস্পতিবার একাদশ তথা শেষ রাউন্ডের খেলা হয়।

আসরে সাড়ে ৬ পেয়ে ২৭ তম স্থান দখল করে পূর্বোত্তরের একমাত্র মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আর্শিয়া। আসরে ১১ রাউন্ডে পাঁচটি ম্যাচে জয়, তিনটি ম্যাচে ড্র এবং তিনটি ম্যাচে পরাজিত হয় ত্রিপুরার গর্ব দাবাড়ুটি। মোট ৪৪ দেশের ১০১ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছিল। আসর থেকে ৭১ রেটিং বাড়ালো আর্শিয়ার। বর্তমানে আর্শিয়ার রেটিং দাঁড়াবে ১৯৯০।         ১ -‌ ১৩ জুন হয়েছিল আসর।

তাতে ভারতের দিব্যা দেশমুখ ১০ পয়েন্ট পেয়ে বিশ্বসেরা দাবাড়ুর সম্মান পায়। ম্যাট্রিক্স চেস আকাডেমি দিল্লি শাখার দাবাড়ু মহিলা ফিডে মাস্টার শুভি গুপ্তা আসরে চতুর্থ স্থান দখল করে। শুভি এবং আর্শিয়াকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার সর্বকালের সেরা দাবাড়ু তথা ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত। নিজের পারফরমেন্সে খুশি আর্শিয়া। এবারের অভিজ্ঞতা আগামী দিনে আরো ভালো খেলতে সাহায্য করবে বিশ্বাস করে হোলিক্রস স্কুলের অষ্টম শ্রেণীতে পাঠরত ওই ছাত্রীটি। মেয়ের সাফল্যে খুশি ওর বাবা পূর্ণেন্দু এবং মা অর্ণিশা দাস।